ধৃতের নাম শেখ কিশমত। হুগলির পাণ্ডুয়া থানার সিমলাগড়ের চাঁপাহাটিতে তার বাড়ি। বুধবার দুপুরে শক্তিগড় থানার বড়শুল থেকে তাকে গ্রেফতার করা হয়। চুরিতে জড়িত থাকার কথা ধৃত কবুল করেছে বলে পুলিশের দাবি। তাকে নিয়ে তল্লাশি চালিয়ে শক্তিগড় থানার কুমোরপাড়া আন্ডারপাশ সাির্ভস রোডের কাছে তল্লাশি চালিয়ে চুরির পোশাক ও ৪ হাজার ৩০০ টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। তার কাছ থেকে তালা ভাঙায় ব্যবহৃত একটি রড বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়