পুরুলিয়া ২: বেআইনি মদ ও জুয়ার বিরুদ্ধে মফস্বল থানার কুস্তাউরে মাইকিং করে হুংকার দিল মহিলারা
এলাকায় অবৈধ মদের ব্যবসা এবং জুয়া খেলা বন্ধ করার আবেদন জানিয়ে আজ বিকালে পুরুলিয়া মফস্বল থানার কুস্তাউর এলাকাতে হুংকার দিয়ে সতর্কতার প্রচার করল ওই এলাকার মহিলা গ্রুপের সদস্যারা । ওই মহিলারা দলবদ্ধ হয়ে রীতিমতো মাইকিং করে এলাকার বেআইনি মদের কারবারি এবং জুয়া খেলার সঙ্গে জড়িত ব্যাক্তিদের হুঁশিয়ারি বার্তা দেয় ।