স্পাসেন্টরের আড়ালে অবৈধ দেহ ব্যবসা পুলিশের জালে আটক আনুমানিক ১১ জন মহিলা সহ চারজন পুরুষ, উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত থানার অন্তর্গত কাজীপাড়া এলাকায় ৩৫ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন খ্যাতনামা একটি আবাসনের দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন এস্পাস সেন্টারের নাম করে চলতো অবৈধ দেহ ব্যবসা, খবর পেয়ে রবিবার বারাসাত কাজীপাড়ায় ওই ইস্পাস সেন্টারে বারাসাত থানার পুলিশ একই আবাসনের নিচে দুটি দোকান ভাড়া নিয়ে চলতো এই পা সেন্টার দুটি এক্সপ্রেস ইন্টারনেটে হানা দিয়ে মোট ১১ জন