জমি সংক্রান্ত শরিকি বিবাদের জেড়ে আগুন দিয়ে বাড়িঘর পুরিয়ে দেওয়ার অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হলদিবাড়ি থানার পুলিশ সহ দমকলের একটি ইঞ্জিন। শনিবার বিকেলের এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় হলদিবাড়ি ব্লকের হেমকুমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সীমান্তবর্তী নালারটারী গ্রামে। ঘটনার জেড়ে স্থানীয় বাসিন্দা সতীশ রায়ের ঘরের একাংশ সহ ঘরের পেছনে থাকা খরের পুজি সম্পুর্ন পুড়ে যায়। ঘটনায় আতঙ্কে সতীশ রায় নামের ওই প্রবিন অসুস্থ হয়ে পরে।