স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন সিএসপি উদ্বোধন হলো শুক্রবার দুপুর নাগাদ টকরিয়া গ্রামে, যার ফিতা কেটে শুভ উদ্বোধন করলেন বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি মিনতি হাঁসদা। সঙ্গে উপস্থিত ছিলেন পুড়িয়ারা স্টেট ব্যাংকের ম্যানেজার সহ এলাকার অন্যান্য মানুষজন। দীর্ঘদিন ধরে ভাগাবাঁধ অঞ্চলের বিভিন্ন গ্রামের মানুষজন ব্যাংক পরিষেবা ভালোভাবে না পাওয়াই সমস্যার মধ্যে রয়েছিল। এই সিএসপি উদ্বোধনের ফলে তাদের বিভিন্ন ব্যাংকিং কাজে আর দূরবর্তী শাখায় যেতে হবে না। এখান থেকেই সম