রায়গঞ্জ: কর্ণজোড়ার বিবেকানন্দ সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিষদের পক্ষ থেকে একাধিক পুজো কমিটির হাতে তুলে দেওয়া হল শারদ সম্মান।
শনিবার রায়গঞ্জের কর্ণজোড়ার বিবেকানন্দ সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিষদের পক্ষ থেকে একাধিক পুজো কমিটির হাতে তুলে দেওয়া হল বিশ্ব বাংলা শারদ সম্মান ও জেলা পরিষদ শারদ সম্মান। সেরা পুজো, প্রতিমা, মণ্ডপ, থিম, আলোকসজ্জা ও সমাজ সচেতনতা সহ বিভিন্ন বিভাগে রায়গঞ্জ, ইসলামপুর, করনদিঘী, হেমতাবাদ, ডালখোলা ও চোপড়ার বিভিন্ন ক্লাব এই সম্মান অর্জন করে।