মাথাভাঙা ১: ছট পূজা উপলক্ষে মাথাভাঙ্গা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাথাভাঙ্গা থানায় এদের সভা অনুষ্ঠিত হলো
ছট পূজা উপলক্ষে মাথাভাঙা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ছট পূজা কমিটির নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাথাভাঙা থানায় এক সভা অনুষ্ঠিত হলো। শনিবার বেলা 1 টা নাগাদ মাথাভাঙা থানায় এই সভায় উপস্থিত ছিলেন মাথাভাঙা এস ডি পি ও সমরেন হালদার, মাথাভাঙা থানার আই সি হেমন্ত শর্মা প্রমূখ। এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দাওয়া হয়েছে শান্তি পূর্ণ ভাবে পূজা করতে হবে এবং শুটুঙ্গা নদীর ঘাটে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করতে হবে।