তুফানগঞ্জ ২: আগামী ১৭ ই অক্টোবর তুফানগঞ্জ ২ ব্লকের বিজয়া সম্মিলনী, তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো ভারেয়া চৌপথি এলাকায়
মঙ্গলবার বিকেলে তুফানগঞ্জ দুই ব্লকের বারকোদালি দুই গ্রাম পঞ্চায়েতের ভারেয়া চৌপথি এলাকায় এ প্রস্তুতি সভা টি অনুষ্ঠিত হয়। মূলত আগামী ১৭ ই অক্টোবর তুফানগঞ্জ দুই ব্লকের বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হবে শালবাড়ী এলাকায়। তারই প্রস্তুতি সভায়া দিন করা হলো বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি শীতলচন্দ্র দাস।