আনন্দধারা কর্মসূচির অংশ হিসেবে সুসংহত ফসল চাষ ও বিজ্ঞানসম্মত মৎস্য চাষে মহিলাদের দক্ষতা বাড়াতে রানিবাঁধের বিক্রমডিহিতে প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ ও রাজ্য গ্রামীণ আজীবিকা মিশনের উদ্যোগে এবং সোনামুখী কৃষিবিজ্ঞান কেন্দ্রের তত্ত্বাবধানে অনুষ্ঠিত শিবিরে জৈব চাষ, মাটির স্বাস্থ্য রক্ষা ও পুকুরে উৎপাদন বাড়ানোর পদ্ধতি নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রের টেকনিক্যাল অফিসাররা ও পঞ্চায়েত প্রতিনিধিরা।