রতুয়া ২: নদী ভাঙ্গনের খাস মহল এলাকা বিপর্যস্ত পরিস্থিতি, ভাঙ্গনের তীব্রতায় গোটা এলাকা তলিয়ে যাচ্ছে
Ratua 2, Maldah | Sep 22, 2025 নদী ভাঙ্গনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত রতুয়ার খাস মহল এলাকা। তীব্র ভাঙ্গনে বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাওয়ার সাথে বাড়িঘরগুলি মুহূর্তের মধ্যে তলিয়ে যাচ্ছে। এমন অবস্থায় ছুটোছুটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গ্রামবাসীদের মধ্যে যত দ্রুত নিজেদের প্রয়োজনীয় সামগ্রী সরিয়ে নেওয়া যায় সেই চেষ্টায় চালাচ্ছে। কিন্তু ভাঙানোর তীব্রতা এতটাই রয়েছে যে মুহূর্তের মধ্যে সবকিছুই নদীগর্ভে চলে যাচ্ছে। প্রশাসনের সঠিক ব্যবস্থা না থাকার অভিযোগের কারণে চরম সমস্যার মুখে পড়ছে রতুয়া।