আউশগ্রাম ২: আদিবাসী মহল্লা দিয়ে H.P.C.L-এর গ্যাসের পাইপলাইন নিয়ে যাওয়া যাবে না, আউশগ্রাম-২ ব্লক অফিসে স্মারকলিপি দিল আদিবাসীরা
আদিবাসী মহল্লা আউশগ্রামের খান্ডারীডাঙা, জগন্নাথ পাড়া, নিউরী টুলা ও উলটুলা এলাকা দিয়ে H.P.C.L-এর গ্যাসের পাইপলাইন নিয়ে যাওয়া যাবে না বলে সোমবার আউশগ্রাম-২ ব্লক অফিসে বিক্ষোভ দেখালেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। তাদের সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের তরফে ১৩ দফা দাবিদাওয়া নিয়ে এদিন আনুমানিক বিকাল ৪টা নাগাদ বিডিওর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।