মঙ্গলকোট: কোজাগরী লক্ষ্মীপুজো ঘিরে মেতে উঠলেন মঙ্গলকোটের কেশবপুরের বাসিন্দারা, গ্রামে দুর্গাপুজো হলেও ধুমধাম করে হয় লক্ষ্মীপুজো
কোজাগরী লক্ষ্মীপুজো ঘিরে সোমবার আনুমানিক রাত ৮টা নাগাদ মেতে উঠলেন মঙ্গলকোটের কেশবপুর গ্রামের বাসিন্দারা। গ্রামে দুর্গাপুজো হলেও লক্ষ্মীপুজো হয় ধুমধাম করে। দু-দশকের পুরনো এই পুজো ঘিরে এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। রকমারি আলোয় সুসজ্জিত হয়ে উঠেছে উৎসব প্রাঙ্গণ। উদ্যোক্তাদের তরফে উৎসবের দিনগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলেই জানা গিয়েছে।