হবিবপুর: পিকনিকের পর গভীর রাতে কাণ্ড, হবিবপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে, গ্রেপ্তার অভিযুক্ত
বর্ষবরণের রাতে মালদার হবিবপুর থানা এলাকায় চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ সামনে এসেছে। এক গৃহবধূর অভিযোগ, ঘুমন্ত স্বামীর পাশেই প্রতিবেশী এক ব্যক্তি তাকে ধর্ষণ করেছে।নির্যাতিতার স্বামীর দাবি, বুধবার রাতে তিনি প্রতিবেশী বন্ধুদের সঙ্গে পিকনিকে অংশ নেন। গভীর রাতে বাড়ি ফিরে স্ত্রীর পাশে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক আড়াইটে নাগাদ প্রতিবেশী মিল্টন প্রামাণিক ওরফে খোকন ঘরে ঢুকে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ।