শীতলকুচি: ভাঐরথানা তৃণমূল কার্যালয়ে ভাঐরথানা অঞ্চলের নবনিযুক্ত সভাপতিদের সংবর্ধনা
শুক্রবার ভাঐরথানা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ভাঐরথানা অঞ্চল তৃণমূল কংগ্রেস কর্মীরা ভাঐরথানা অঞ্চলের নবনিযুক্ত সভাপতিদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানায়। এদিন ভাঐরথানা অঞ্চলের নব নিযুক্ত যুব সভাপতি লিটন বিশ্বাস,আইএনটিটিইউসির সভাপতি পরিমল বর্মন এবং মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সোমা বর্মন এবং জেলা কমিটির সদস্য অমল বর্মন ,মালতি পাল কে সংবর্ধনা দেয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি চন্দন প্রামানিক প্রধান শ্রদ্ধা প্রামানিক সহ অন্যান্যরা।