মেদিনীপুর: মারুতি মেরামত হচ্ছিল রাস্তার পাশেই, নারায়ণগড়ে সেই মারুতীতে ধাক্কা লরির, আহত ১ ভর্তি মেদিনীপুর হাসপাতালে
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে রবিবার দুপুরে বিকল হয়ে যাওয়া একটি মারুতি মেরামত হচ্ছিল রাস্তার পাশেই। কাজ চলার সময়ই পেছন থেকে প্রচণ্ড গতিতে আসা একটি লরি ধাক্কা মারে ওই মারুতিতে। ঘটনাস্থলে মেরামতির কাজে থাকা শেখ বসির নামে এক যুবক গুরুতর আহত হন। আপনাকে উদ্ধার করে প্রথমে মকরামপুরে পড়ে সেখান থেকে রেফার করে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।