শালবনি: শালবনির জুগডিহা গ্রামে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজো, লোধা সম্প্রদায়ের মহিলাদের দ্বারা পরিচালিত দুর্গাপূজা
লোধা সম্প্রদায়ের অধিবাসীদের বসবাস এই গ্রামে, গ্রামের অধিকাংশ পরিবারই লোধা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।। প্রতিবছর পুজোর সময় নদী পেরিয়ে দূরে যেতে হতো পুজো দেখতে।। এবছরের বর্ষায় নদীর উপর তৈরি অস্থায়ী সেতু ভেঙে যাওয়ার ফলে এক প্রকার জল পেরিয়ে পুজো দেখতে যাওয়ার ক্ষেত্রে আতঙ্কিত ছিলেন এলাকাবাসীরা। তবে গ্রামের মধ্যে এ বছর প্রথম পুজো হওয়াতে খুশি এলাকাবাসীরা। সম্পূর্ণরূপে মহিলা পরিচালিত এই পূজোতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।