চাঁচল ১: খুড়িয়াল গ্রামের বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ, অবিলম্বে সংস্কারের দাবি স্থানীয়দের
মালদহের চাঁচল ১ ব্লকের অলিহোন্ডা গ্রাম পঞ্চায়েতের খুড়িয়াল গ্রামে বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। সেখানে প্রতিটি অলিগলি কংক্রিটের পাকা হলেও মূল রাস্তার ৫০০ মিটার রাস্তা এখনও কাচা রয়েছে। মূলত ওই রাস্তা দিয়ে সুরতপুর ও দেবীগঞ্জ সহ একাধিক এলাকার মানুষ যাতায়াত করেন। শয়ে শয়ে পথচারী, টোটো চালক ও বাইক চালকেরা চলতে গিয়ে সমস্যায় পড়ছেন। রাস্তা এবড়ো খেবড়ো থাকায় দুর্ঘটনার আশঙ্কা করছেন নিত্য পথযাত্রীরা। অবিলম্বে সেই রাস্তা পাকা করার দাবি উঠেছে।