নন্দীগ্রাম ১: প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের মানুষের সাহায্যার্থে আজ তেখালীতে ত্রাণসংগ্রহ কর্মসূচি করলো CPI(M)
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ব্লকের নন্দীগ্রাম বাজার ও তেখালী বাজারে CPI(M)র নন্দীগ্রাম উত্তর ও নন্দীগ্রাম দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে আজ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের মানুষের সাহায্যার্থ ত্রাণসংগ্রহ কর্মসূচি করলো CPI(M) উপস্থিত ছিলেন CITU রাজ্য কমিটিরসদস্য পরিতোষ পট্টনায়ক,মহাদেব ভুঁইয়া,সেক সহিদুল্লাহ ,তাহেদুল ইসলাম সহ অন্যান্যরা।