দাসপুর ১: দাসপুরের নাড়াজোলে ছাত্র দলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির
দাসপুরের নাড়াজোলে নাড়াজোল ছাত্রদলের আয়োজনে বৃহস্পতিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির হল। এদিন বেলা প্রায় সাড়ে ১২টা নাগাদ এই শিবিরে হাজির হন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা। ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানান তিনি। বিকেল সাড়ে ৩ টা নাগাদ ছাত্রদলের তরফে জানানো হয় এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট ৪৫ জন স্বেচ্ছায় রক্তদান দান করেন।