মেদিনীপুর: কয়েক ঘণ্টার মধ্যেই কার্নিভালের শোভাযাত্রা মেদিনীপুরের রাস্তায়! শহরে রাস্তা রঙানো শুরু
কয়েক ঘন্টা পরেই মেদিনীপুর শহরের বটতলা চক এলাকায় শুরু হচ্ছে দুর্গাপুজোর কার্নিভাল। মঞ্চ প্রস্তুতি সবটাই শেষ। এবার রাস্তা কে রঙিন করে আলপনা দিয়ে সাজানোর কাজ শুরু করেছেন একদল যুবক যুবতী। একাধিক আয়োজন থাকছে এবার এই কার্নিভাল উৎসবে।