পলাশীপাড়ায় পাঁচদাড়া কালচারাল ফোরামের উদ্যোগে নেতাজি উৎসবে আগামী ২২শে ফেব্রুয়ারি আসছেন ভাইরাল ফেরিওয়ালা, সংগীতশিল্পী আনফাস আলী। বীরভূম জেলার আনফাস আলী সাইকেলে করে মনোহারীর ফেরি করেন মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়। ফেরি করার সময়ে প্রবাদপ্রতীম ম সঙ্গীত শিল্পী মোঃ রফির গান গেয়ে তিনি ইতিমধ্যেই ভাইরালদের দুনিয়ায়। সেই ভাইরাল ফেরিওয়ালা আসছে পলাশীপাড়ায়