নারায়ণগড়: বেলদাতে বহু কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ, আদালতের নির্দেশে সিল করলো প্রশাসন
বেলদাতে বহু কোটি টাকা দুর্নীতির অভিযোগে একটি সোনা দোকান সিল করল প্রশাসন। সোমবার বিকেল চারটে নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে নারায়ণগড় ব্লক প্রশাসন ও বেলদা থানার পুলিশের উপস্থিতিতে এবং মহামান্য আদালতের নির্দেশে সিল করে দেয়া হলো বেলদা ডিএন ব্রাদার্স সোনা দোকান। পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে বেলদার এই সোনা দোকানের মালিকের বিরুদ্ধে উঠেছে বহু কোটি টাকা তছরুপের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে শিল করা হলো বেলদা ডি এন ব্রাদার সোনা দোকা