নলহাটি ২: বৃষ্টিতে ভিজেই ভদ্রপুরের বহু পুরনো ব্যানার্জি বাড়ির নবমীর সকালে মা দুর্গার ঘট আনা হয় মহাধুমধাম করে
পয়লা অক্টোবর বুধবার সকাল সাতটা নাগাদ অনুষ্ঠিত হয় নলহাটি দুই নম্বর ব্লকের ভদ্রপুর গ্রামে বৃষ্টিতে ভিজেই ব্যানার্জী বাড়ির নবমীর মা দূর্গার ঘট ভরা।বহু বছরের পুরনো এই পূজো। চিরাচরিত রীতি নিয়ম মেনে এই নবমীর দিনেই সপ্তমী, অষ্টমী,নবমী পূজো অনুষ্ঠিত হয়।তবে এখানে কোন মা দুর্গার মূর্তি তৈরি হয়না ঘট ভরে মা দুর্গার আরাধনা করা হয়।পূজো শেষে ছাগ বলিদান প্রথা রয়েছে।পূজো উপলক্ষে পরিবারের সকল সদস্যরা একত্রিত হয়ে খাওয়াদাওয়ায় মেতে ওঠে ।