দেগঙ্গা ব্লকের অম্বিকানগর হনুমান মন্দির সংলগ্ন এলাকা থেকে দামি রেঞ্জার সাইকেল চুরির অভিযোগ, চুরির দৃশ্য বন্দী সিসিটিভি ক্যামেরায়। রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ আফরোজ আলি জানান,গত মঙ্গলবার বন্ধুর সাইকেল নিয়ে হনুমান মন্দির এলাকায় একটি বাড়ির সামনে রেখে জরুরি কাজ মেটাচ্ছিলেন, কিছু সময় পর এসে দেখা যায় প্রায় দশ হাজার টাকা দামের সাইকেল উধাও, কোথাও খুঁজে না পেয়ে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায় এক যুবক সাইকেল নিয়ে টাকি রোড ধরে চম্পট দেয়।