গাজোল: জেলা পুলিশের উদ্যোগে দুর্গাপূজা ডিজিটাল গাইড ম্যাপ ও সহায়তা কেন্দ্র প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন হয় গাজোল বিদ্রোহী মোড়
Gazole, Maldah | Sep 27, 2025 দূর্গাপূজা উপলক্ষে ডিজিটাল গাইড ম্যাপ ও ডিজিটাল স্ক্যান পুলিশ সহায়তা কেন্দ্র উদ্বোধন হয় গাজোল বিদ্রোহী মোর এলাকায় । মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ও গাজোল থানার সহযোগিতায়।শনিবার রাত্রি ৮ টা নাগাদ প্রদীপ জ্বালিয়ে পুলিশ সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন মালদা জেলার উচ্চ পুলিশ আধিকারিক ও গাজোল থানার আই সি গাজোলের বিশিষ্ট ব্যক্তিরা। পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে আগামী দিন অর্থাৎ মহাষষ্ঠী পুজোর দিনগুলিতে বিকেল চারটা থেকেই লাগু হচ্ছে নো এন্ট্রি। গাজোল শহ