সাঁকরাইল: একশো দিনের কাজের নিশ্চয়তা, সাঁকরাইলে চারশো একর জমি লুঠ ও দূর্নিতির প্রতিবাদে সাঁকরাইলে বিক্ষোভ সমাবেশ CPIM পার্টির
একশো দিনের কাজের নিশ্চয়তা, সাঁকরাইলের প্রায় চারশো একর জমি লুঠ ও দূর্নিতির প্রতিবাদে রবিবার বিকেলে সাঁকরাইল ব্লকের পাথরা এড়িয়া কমিটির ডাকে বিক্ষোভ সমাবেশ এর ডাক দেয় সিপিএম। প্রথমে এলাকায় মিছিল তার পর রোহিনী বাস স্ট্যান্ডে সমাবেশ হয়। পরে সাংবাদিক দের প্রশ্নে সিপিআইএম পার্টির রাজ্য নেতা শতরুপ ঘোষ বলেন, সোনার বাংলা গান নিয়ে রাস্তায় থাকবে সিপিএম বাংলা গানের উপর যত বার আঘাত আসবে ততবার রাস্তায় নামবে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের পার্টি।