সীতাই: কোচবিহার জেলায় SIR-এ খসড়া ভোটার তালিকা থেকে বাদ ১,১৩,৩৭০ জনের নাম, জানাল জেলা প্রশাসন
কোচবিহার জেলায় SIR-এ খসড়া ভোটার তালিকা থেকে বাদ ১,১৩,৩৭০ জনের নাম, জানাল জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেল ৫:৩০ মিনিট নাগাদ জেলা প্রশাসনের তরফে এই তথ্য নিশ্চিত করা হয়। সেখানে জানানো হয় SIR এর পূর্বে কোচবিহার জেলায় সর্বমোট ভোটার ছিল ২৪ লক্ষ ৯০ হাজার ৭৮৯ জন। তার মধ্যে SIR এ BLO যাচাই করেছে ২৩ লক্ষ ৭৭ হাজার ৪১৯ জন ভোটারের। বাদ পড়েছে ১লক্ষ ১৩ হাজার ৩৭০ জনের নাম।