তেহট্ট ২: পাঁচদাড়া গ্ৰামে উদীয়মান এক ফুটবলারের চিকিৎসার জন্য পাশে দাঁড়াল দৃষ্টিকোণ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন
পলাশীপাড়া বিধানসভার পাঁচদাড়া গ্ৰামে উদীয়মান এক ফুটবলারের পাশে দাঁড়াল দৃষ্টিকোণ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। পাঁচদাড়া পঞ্চাশজন ক্লাবের উদীয়মান এক ফুটবলার লিগামেন্টে চোট পেয়েছে আর চিকিৎসার জন্য বিপুল অংকের টাকার প্রয়োজন। আর্থ অভাবে চিকিৎসা করাতে পারছে না ওই ফুটবলার। তাই ক্লাব সদস্যরা দৃষ্টিকোণের কর্ণধর অনুপ রায়ের কাছে আবেদন জানান। আর ওই উদীয়মান ফুটবলারের চিকিৎসার দায়িত্ব তুলে নিলেন দৃষ্টিকোণের কর্ণধার অনুপ রায়।