ইটাহার: নিয়ন্ত্রণ হারিয়ে ইটাহারের শ্রীপুর পিরতলা এলাকায় জাতীয় সড়কে এক পথচারীকে ধাক্কা বাইকের, জখম দুই জন
নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা বাইকের। ঘটনায় গুরুতর জখম পথচারী ও বাইক চালক। শনিবার বিকেলে পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের শ্রীপুর পিরতলা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। জখম পথচারীর নাম তাজেমূল হক। তার বাড়ি রায়গঞ্জ থানার চেরামাটি এলাকায়। অন্যদিকে বাইক চালকের নাম মিজানুর ইসলাম। তার বাড়ি বালিয়াপাড়া। প্রত্যক্ষদর্শীরা দুজনকেই ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাইক চালককে ছেড়ে দিলেও গুরুতর জখম পথচারী ব্যক্তি রায়গঞ্জ মেডিক্যালে রেফার।