শালবনি: শালবনের জিরাপাড়ায় আয়োজিত হল বিজেপির পরিবর্তন সভা
নির্বাচনের আগে বিজেপির তরফে পাড়ায় পাড়ায় বুথে বুথে বিভিন্ন শক্তি কেন্দ্রে চলছে পরিবর্তন সভা। আজ মঙ্গলবার সেই পরিবর্তন সভা আয়োজিত হয়েছে সালবনি তেও। এদিন সন্ধ্যা প্রায় আটটা নাগাদ সালবনি বিধানসভার শালবনী তিন নাম্বার মন্ডল এর জিরাপাড়া ২ শক্তি কেন্দ্রে আয়োজিত হয় বিজেপির এই পরিবর্তন সভা। উপস্থিত ছিলেন এলাকার বহু বিজেপি নেতৃত্বরা।