পুরুলিয়া ২: বিদ্যুৎপৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু মফস্বল থানার মুটরুডি গ্রামে, দেহ পাঠানো হয় পুরুলিয়া মেডিকেলের হাতুয়াড়া মর্গে
জল পাম্প সারানোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের । ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার মুটরুডি গ্রামে । মৃত কিশোরের নাম শুভাশিস মাহাতো । ওই গ্রামেই তার বাড়ি । গতকালকে ঘটনাটি ঘটে । আজকে পুরুলিয়া সদর হাসপাতাল থেকে দেহটি পুরুলিয়া মেডিকেল কলেজের হাতুয়ারা মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয় ।