তুফানগঞ্জ ১: দক্ষিণ ধলপল এলাকায় বাড়িতে গৃহ বধূ কে গলা কেটে খুন, তীব্র চাঞ্চল্য এলাকায়,ঘটনাস্থলে SDPO নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী
ঘটনাটি রবিবার রাতে ধলপল ১ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ধলপল এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে মৃতার নাম মঙ্গলী অধিকারী পাটোয়ারী। প্রায় চার বছর হতে চললো প্রেম করে বিয়ে হয় ঐ এলাকার সুকান্ত রায়ের সাথে।প্রতিদিনের মতো স্বামী সুকান্ত রায় কাজে গিয়েছিলেন ।বাড়িতে একাই ছিলেন ঐ গৃহ বধূ।চিতকার শুনে শ্বশুড় শ্বাশুড়ী ছুটে এসে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে ঐ গৃহ বধূ।