ডোমজুড়: প্রায় দশ ঘন্টা পর হাওড়ার শলপে কোলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটি থেকে বেরোলেন ইডি আধিকারিকরা
Domjur, Howrah | Nov 21, 2025 প্রায় দশ ঘন্টা পর হাওড়ার শলপে কোলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটি থেকে বেরোলেন ইডি আধিকারিকরা শুক্রবার আনুমানিক ছটা নাগাদ।এখানে পারভেজ আলম সিদ্দিকীর নামে ব্যবসায়ীর বাংলোয় তল্লাশী অভিযান চালায়।বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিছু বলতে চাননি আধিকারিকরা।