রানাঘাট ২: সন্ধ্যারাতে পরপর 3টি বাড়িতে দুঃসাহসিক চুরি, ঘটনায় তীব্র চাঞ্চল্য মাটিকুমড়ায়,প্রশ্নের মুখে কুপার্স ক্যাম্প পুলিসের ভূমিকা
সন্ধ্যা রাতে একই এলাকায় পরপর তিনটি বাড়িতে দুঃসাহসিক চুরি, ঘটনায় তীব্র চাঞ্চল্য মাটিকুমড়া এলাকায়। প্রশ্নের মুখে কুপার্স ক্যাম্প ফাঁড়ির পুলিশ এর ভূমিকা। সূত্রের খবর, রানাঘাট 2 ব্লকের মাটিকুমড়া এলাকায় শনিবার সন্ধারাতে পরপর 3 টি বাড়িতে হামলা চালায় চোরেদের একটি দল। তার মধ্যে 2 টি বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গহনা চুরি করতে সক্ষম হলেও একটি বাড়িতে ঢুকলেও চুরি করতে পারেনি দুষ্কৃতীরা। অভিযোগ, বাড়ী গুলিতে ঢুকে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে এই চুরি করে দুষ্কৃতীরা।