কোচবিহার ১: সাফল্য কোচবিহার কোতোয়ালী থানার পুলিশের, বড় নলধন্দরা এলাকায় অবৈধ গাধা-গাছ কেটে জ্বালিয়ে দেওয়া হলো
গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ শুক্রবার সন্ধ্যায় বড়সড় অভিযান চালিয়ে অবৈধ গাঁজা চাষ নষ্ট করল। কোচবিহার পুটিমারি ফুলেশ্বরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় নলধন্ধরা গ্রামে এই অভিযান চালানো হয়। পুলিশের এই তৎপরতায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় এক বাসিন্দা একটি জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা চাষ করা হচ্ছিল। সেই খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান চালায়।