কোচবিহার ১: আগুনে ভস্মীভূত ৪৮ ফুটের কালী মূর্তি, কোচবিহার মাঘপালায় ঘটনাস্থল পরিদর্শনে NBSTC চেয়ারম্যান
প্রতিবারের ন্যায় এবারও কোচবিহার ১ নং ব্লকের অন্তর্গত মাঘপালা এলাকায় কালী পুজো ও কালী মেলার আয়োজন করা হয়েছিল। এই কালীপুজোর বৈশিষ্ট্য হল ৪৮ ফুটের কালীর মূর্তি। গতকাল এই কালী মূর্তির শেষ পর্যায়ের কাজ চলাকালীন হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ঘোসমিভূত হয়ে যায় মূর্তি সহ পুজো প্যান্ডেলের একাংশ। শোকে বিহল স্থানীয় বাসিন্দারা। আজ ওই এলাকা পরিদর্শনে যান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ অন্যান্যরা।