খড়গ্রাম: ধর্মীয় অনুষ্ঠানে সামাজিক বার্তা! লক্ষ্মীপূজায় কীর্তিপুরে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন
মুর্শিদাবাদ জেলার খারগ্রাম ব্লকের কীর্তিপুর মন্ডপতলা লক্ষীপুজো উপলক্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের শাশ্বত মুখার্জি সহ এলাকার একাধিক বিশিষ্ট জনেরা। মঙ্গলবার দুপুরে কমিটির সদস্যরা জানিয়েছেন, প্রতি বছরের মত এবারও এই লক্ষ্মী পূজার আয়োজন করা হয়। এদিন লক্ষ্মীপূজো উপলক্ষে এলাকার সাধারণ বাসিন্দাদের কথা মাথায় রেখে কমিটির পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেন।