রানিবাঁধ: খাতড়া নারী শক্তি ক্লাবে সিঁদুর খেলায় অংশ নিলেন রাজ্যের মন্ত্রী
বিজয়া দশমীতে শুরু সিঁদুর খেলা মন ভারাক্রান্ত আজ মাকে বিদায় দেবার পালা। আজ বিজয়া দশমী। রীতি মেনে শুরু হয়েছে সিঁদুর খেলা। কৈলাসের উদ্দেশ্যে বিদায় নিচ্ছেন উমা। তার আগে খাতড়ার নারী শক্তি ক্লাবে পুজো মণ্ডপ সহ বাঁকুড়া জেলার বিভিন্ন পুজো মণ্ডপে অনুষ্ঠিত হল সিঁদুর খেলার আয়োজন। দশমী পূজায় অপরাজিতা ফুল ও সিঁদুর দিয়ে দেবীকে ঠেকিয়ে জানানো হয় বিদায় প্রণাম। এরপরই মহিলারা একে অপরের মুখে সিঁদুর মেখে আবেগঘন পরিবেশে মাতেন আনন্দে।