হলদিয়া: IOCপাইপ লাইন ফুটো হয়ে জলাভূমিতে গড়িয়ে পড়ল অপরিশোধিত তেল হলদিয়া তেঁতুলবেড়িয়া ভবানীপুর থানার পুলিশ
IOCপাইপ লাইন ফুটো হয়ে জলাভূমিতে গড়িয়ে পড়ল অপরিশোধিত তেল হলদিয়া তেঁতুলবেড়িয়া।হলদিয়া শহর TMC সাধারণ সম্পাদক সুশান্ত মালি মঙ্গলবার বিকেল ৪টার সময় বলেনIOC আরো নজরদারি বাড়াতে হবে। তেল কুড়ানোর জন্য এলাকার মানুষ হুড়োহুড়ি ফেলে দেয়।স্থানীয় সূত্রে জানা গেছে, হলদিয়া পেট্রকেম কারখানার পাশ থেকেই বয়ে গেছে আইওসির ক্রুড অয়েলের একটি পাইপ লাইন। সেই পাইপ লাইন ফুটো হয়ে বিপত্তি ঘটেছে।ঘটনাস্থলে পৌঁছয় আইওসি কর্তৃপক্ষ এবং ভবানীপুর থানার পুলিশ।