ডায়মন্ডহারবার ২: নুরপুর এলাকায় মাঠে সবজি তুলতে গিয়ে সাপের খামারে গুরুতর আহত ১ গৃহবধূর
মাঠে সবজি তুলতে গিয়ে সাপের কামড়ে গরুতর আহত এক মহিলার। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার দু'নম্বর ব্লকের নূরপুর এলাকার। স্থানীয় সূত্রে জানা যায় সালমা বিবি নামে ওই গৃহবধূ বৃহস্পতিবার দিন বিকেল পাঁচটা নাগাদ মাঠের সবজি তুলতে গিয়েছিল তখনই একটি সাপ তার পায়ে কামড়া প্রথমে প্রাথমিক চিকিৎসা করলেও ওই গৃহবধূ শরীর পরবর্তী সময় অসহ্য জ্বালা যন্ত্রণা করছিল হাত পা ফুলে যাচ্ছিল। পরিবারের লোকজন বুঝতে পেরে তড়িঘড়ি তাকে নিয়ে ডায়মন্ডহারবার হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার