শীতলকুচির ঐতিহাসিক গড় কান্তেশ্বর উদ্যানের পিকনিক স্পটের বেহাল পরিস্থিতি ঘিরে ক্ষোভ প্রকাশ করল উদ্যানে রক্ষণা বেক্ষণকারী কমিটির সদস্য। বৃহস্পতিবার গড় কান্তেশ্বর উদ্যানে গিয়ে এমনই করুণ চিত্র উঠে আসে। শীতের মরশুমে প্রতিদিনই বহু পর্যটক ও পিকনিক প্রেমীক মানুষ এখানে ভিড় জমাচ্ছেন। কিন্তু পিকনিক স্পটে পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে । স্থায়ী রান্নার ঘর থাকলেও তা ব্যবহারের অনুপযোগী। খতিয়ে দেখার আশ্বাস পঞ্চায়েত সমিতি সভাপতির।