"কোচবিহারে তৃণমূল ১টা আসনও জিততে পাবেনা জেনে অভিষেক ব্যানার্জি ভয় পেয়েছে" - নিশীথ প্রামাণিক। মঙ্গলবার রাত আটটা নাগাদ এমনই মন্তব্য করলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমান বিজেপির রাজ্য সহ সভাপতি নিশীথ প্রামাণিক। পাশাপাশি নিশীথ প্রামাণিক আজ কোচবিহারে অভিষেক ব্যানার্জির রণ সংকল্প যাত্রাকেও ফ্লপ জনসভা বলে কটাক্ষ করেন। আর নিশীথের এই মন্তব্য নিয়ে শোরগোল পড়েছে জেলা জুড়ে।