নবদ্বীপ: অসংখ্য ভক্ত সমাগমে পীরতলা খালে নিরঞ্জন পর্ব সম্পন্ন হল কৃষ্ণানন্দ আগমবাগিশ প্রতিষ্টিত আগমেশ্বরী কালী মাতার
Nabadwip, Nadia | Oct 21, 2025 মঙ্গলবার দুপুরে আগমেশ্বরী পাড়া থেকে অসংখ্য ভক্ত সমাগমে শোভাযাত্রা সহিত পৌরসভা পরিচালিত পীরতলা খালে নিরঞ্জন পর্ব সম্পন্ন হয় দক্ষিণা কালীর প্রবর্তক কৃষ্ণানন্দ আগামবাগীশ প্রতিষ্ঠিত শ্রী শ্রী আগমেশ্বরী কালী মাতার,সোমবার সারা রাজ্যের সঙ্গে নবদ্বীপের বিভিন্ন এলাকায় পূজিত হয় শ্রীশ্রী শ্যামা মাতা,অপরদিকে দক্ষিনা কালীর প্রবক্তা কৃষ্ণানন্দ আগমবাগীশ প্রতিষ্ঠিত আগমেশ্বরী দেবীর মন্দিরে শ্যামা মাতা বা আগমশ্বরী কালী মাতার পুজোকে ঘিরে ছিল সাজ সাজ রব।