মিনাখাঁ: বামুনপুকুর সার্বজনীন দূর্গা উৎসবের থিম লোক শিল্পের গল্পকথা
বামুনপুকুর সার্বজনীন দূর্গা উৎসবের থিম লোক শিল্পের গল্পকথা মিনাখাঁর বামনপুকুর সার্বজনীন দূর্গা উৎসব। ৮২ তম বর্ষের থিম লোকো শিল্পের গল্পকথা। গ্রাম বাংলার লোকশিল্পের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে এই থিমের মধ্য দিয়ে। বর্তমান প্রজন্মেরা বাংলার বারো মাসে তেরো পার্বণ কি সেটা জানে না। সেটাও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই থিমের মধ্য দিয়ে। কোন মাসে কি কি বড় ধরনের উৎসব হয় সেটা মাসের নাম দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। গ্রাম বাংলা থেকে বিলুপ্ত হয়ে যাওয়া কুলো ও প