ক্যানিং ১: ক্যানিং জয়রাম খালি গ্রামে ছেলের হাতে আক্রান্ত বাবা ও পিসি
ছেলে বৌমার বিবাদ ঠেকাতে গিয়ে ছেলের মারে মাথা ফাটলো বৃদ্ধ বাবা ও পিসির। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের জয়রামখালি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ ছেলে প্রণব ছাটুই ও বৌমা কমলা ছাটুইয়ের মধ্যে সাংসারিক বিবাদ বাদে। বৌমাকে ধরে ছেলে মারছে দেখে বাবা ধনঞ্জয় ছাটুই ঠেকাতে আসেন। তখন বাবাকে গালিগালাজ করার পাশাপাশি বাঁশ দিয়ে মেরে বৃদ্ধ বাবার মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ প্রনবের বিরুদ্ধে। পরিবারের অন্যান্য স