হবিবপুর: মন্ডপে পাগলা গারদ, দুর্গার রূপে ‘প্রজ্ঞা’— এবারে পূজোর চমক উত্তর আইহো সর্বজয়ী ক্লাবের, চলছে প্রস্তুতি
এবারের দুর্গাপুজোয় অভিনব থিম ‘পাগলা গারদ’ নিয়ে হাজির উত্তর আইহো সর্বজয়ী ক্লাব। ৩৪ বছরে পদার্পণ করা এই পুজোর মূল লক্ষ্য মানসিক স্বাস্থ্য সচেতনতা।ক্লাব সম্পাদক প্রবীর কুমার ঘোষ জানিয়েছেন, প্রতিমায় দেবী দুর্গাকে তুলে ধরা হবে ‘প্রজ্ঞা রূপে’, আর লক্ষ্মী–গণেশ ও সরস্বতী–কার্তিককে ফুটিয়ে তোলা হবে চিকিৎসকের অবয়বে। মন্ডপে সাজানো হবে মানসিক স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশ।