হবিবপুর: আইহোতে ৫০তম বর্ষের শ্যামাকালী পুজো ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
প্রায় ৪২ ফুট দৈর্ঘ্যের বিশাল কালীমূর্তি গড়ে এবারও জেলাবাসীর নজর কাড়তে চলেছেন আইহো অঞ্চল সার্বজনীন শ্রীশ্রী শ্যামাকালী পুজো কমিটির সদস্যরা। তাই দিনরাত এক করে চলছে পুজো আয়োজনের তোড়জোড় মালদা জেলায় যে কয়েকটি হাতে গোনা বিশালাকায় কালীমূর্তির পুজো হয়, তার মধ্যে নাম রয়েছে হবিবপুর ব্লকের আইহো অঞ্চল সার্বজনীন শ্রীশ্রী শ্যামাকালী পুজোর। এবছর এই পুজো পদার্পণ করেছে ৫০তম বর্ষে,