জামুরিয়া: ECL সাতগ্রাম শ্রীপুর এলাকায় খনিগুলিতে নিরাপত্তা মান উন্নত করার উদ্দেশ্যে DGMS রিজিয়ন ১ ও ৩ নেতৃত্বে ত্রিপাক্ষিক বৈঠক
ইসিএল এর সাতগ্রাম শ্রীপুর এলাকায় খনিগুলিতে নিরাপত্তা মান উন্নত করার উদ্দেশ্যে ডিজিএমএস রিজিয়ন ১ ও ৩-এর নেতৃত্বে গেস্ট হাউসে এক ত্রিপক্ষীয় নিরাপত্তা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুর সাড়ে তিনটের সময়।এই দিনে ডিজিএমএস রিজিয়ন ১ শিতারামপুর ডিএমএস-এর শ্যাম সুন্দর সোনি, সাতগ্রাম-শ্রীপুর এরিয়ার মহাব্যবস্থাপক রবিন থানুজা, মহাব্যবস্থাপক (অপারেশন) সব্যসাচী রায়, ইসিএল আইএসও এ. ঠাকুর ও আইএসও পি.পি. সাহা দীপ প্রজ্বলন করে বৈঠকের সূচনা করেন।