বিনপুর ২: SIR নিয়ে কুশভুলাতে বিশেষ সচেতনতা শিবির BJP-র, উপস্থিত সংগঠনের বিনপুর 2 মন্ডল সভাপতি
SIR নিয়ে বিশেষ সচেতনতা শিবির বিজেপির। বিনপুর 2 মন্ডল ও ভুলাভেদা অঞ্চল বিজেপির পক্ষথেকে মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিনপুর 2 ব্লকের ভুলাভেদা অঞ্চলের কুশভুলা ৩০ নং বুথে ওই এলাকার ভোটারদের নিয়ে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এলাকার ভোটারদের SIR সম্বন্ধে বোঝানোর পাশাপাশি ফর্ম পূরণ করতে সাহায্য করে উপস্থিত বিজেপির নেতৃত্বরা। উপস্থিত ছিলেন বিনপুর 2 মন্ডল বিজেপির সভাপতি মাসাং টুডু, সেখানকার শক্তি কেন্দ্রের প্রমুখ কিরন সিং ।