খড়গ্রাম: পুরস্কার, পুজো আর ভালোবাসা; সব মিলিয়ে খড়গ্রাম থানায় উৎসবের রঙ
মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানায় কালীপুজোর আনন্দে রঙিন এক মুহূর্ত। কালীপুজো কমিটির উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক ও প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন কান্দির SDPO, খড়গ্রামের OC, বিধায়ক সহ বিশিষ্ট জনেরা। বুধবার পুলিশ এই কর্মসূচি থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ এর বার্তা তুলে ধরেন। কালী পুজো ঘিরে উৎসবে আমেজ খড়গ্রাম এলাকায়।